পুরুষ নামক প্রাণি করি তোমায় ধর্ষণ

 

 নারী
 আখন্দ জাহিদ 



হে নারী-
তুমি মা, তুমি মেয়ে, 
তুমি স্ত্রী, তুমি বোন- 
পুরুষ আমি পারিনি হতে
তোমার যোগ্য আপনজন। 

হে নারী-
আমি পুরুষ নামমাত্র
বাবা-স্বামি,ভাই-ছেলে-
সুবিধা মত পেলে তোমায় 
ভেসে যাই কাম জলে। 

হে নারী-
আমার নও হয়তো কারো
তুমিতো আপনজন -
জেনে সব আমি 
পুরুষ নামক প্রাণি 
করি তোমায় ধর্ষণ! 


হে নারী-
বলতো দেখি 
আসবে কি সেই দিন! 
বলবে যেদিন 
সোনার বাংলা আমার-
মুক্ত তুমি হয়েছো আজ 
হতে কুলাঙ্গার। 


হে নারী-
শোন তবে বলি
করি যা খুশি আমি
হবেনা কিছুই আমার
থাকবো দারুন বেশ 
পুরুষ আমি
চালাই তোমায় 
গোটা সমাজ আর দেশ।


Comments

  1. ‌'হে নারী-
    শোন তবে বলি
    করি যা খুশি আমি
    হবেনা কিছুই আমার
    থাকবো দারুন বেশ
    পুরুষ আমি
    চালাই তোমায়
    গোটা সমাজ আর দেশ'- খুবই ভালো লেগেছে কথাটা। আপনার ভাবনাকে স্যালুট।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ভালোবাসা তুমি কোথায়

করোনা ভাইরাস

কবিতা - স্বপ্ন পক্ষী

লক্ষী আকা

তোর নয়নে রাখলে নয়ন হারিয়ে যাই দূর অজানায়