তোর নয়নে রাখলে নয়ন হারিয়ে যাই দূর অজানায়
রুপকথা
চাদের বুড়ির পালকি চড়ে
ঘোমটা সরিয়ে মুচকি হেসে
আমার চোখে চোখ রেখে
বুঝে নিয়েছো মনের কথা
কারণ
তুমি যে আমার স্বর্গপুরির রুপকথা
ঘোমটা সরিয়ে মুচকি হেসে
আমার চোখে চোখ রেখে
বুঝে নিয়েছো মনের কথা
কারণ
তুমি যে আমার স্বর্গপুরির রুপকথা
পলকহীন চোখের ঝলকে
কি মায়াবি অপলকে
বলে দাও হাজারও কথা
চোখ আর রুপের জাদুতে
নির্বাক বোকা চাহনিতে
মন চায় ডাকি তোমায়
ওরে পাগলি আমার চুপকথা
কারণ
তুমি যে আমার পাগলকরা রুপকথা
আমার মনের যতকথা
বলা না বলা লুকানো ব্যাথা
তোর নয়নে রাখলে নয়ন
হারিয়ে যাই দূর অজানায়
কারণ.....
তুমি যে আমার মনপাবনের রুপকথা
তুমি যে আমার মনপাবনের রুপকথা
-আখন্দ জাহিদ
Supper
ReplyDelete