তোর নয়নে রাখলে নয়ন হারিয়ে যাই দূর অজানায়

 রুপকথা 

চাদের বুড়ির পালকি চড়ে
ঘোমটা সরিয়ে মুচকি হেসে
আমার চোখে চোখ রেখে
বুঝে নিয়েছো মনের কথা 
কারণ
তুমি যে আমার স্বর্গপুরির রুপকথা 


পলকহীন চোখের ঝলকে
কি মায়াবি অপলকে 
বলে দাও হাজারও কথা 
চোখ আর রুপের জাদুতে
নির্বাক বোকা চাহনিতে 
মন চায় ডাকি তোমায়
ওরে পাগলি আমার চুপকথা 
কারণ 
তুমি যে আমার  পাগলকরা রুপকথা 


আমার মনের যতকথা
বলা না বলা লুকানো ব্যাথা
তোর নয়নে রাখলে নয়ন 
হারিয়ে যা দূর অজানায় 
কারণ..... 
তুমি যে আমার মনপাবনের রুপকথা

-আখন্দ জাহিদ



সত্যিকারের রুপকথার ছবি অন্তরে বাঁধা 

Comments

Post a Comment

Popular posts from this blog

পুরুষ নামক প্রাণি করি তোমায় ধর্ষণ

ভালোবাসা তুমি কোথায়

করোনা ভাইরাস

কবিতা - স্বপ্ন পক্ষী

লক্ষী আকা