ভালোবাসা তুমি কোথায়

 


ভালোবাসা 
তুমি কোথায়? 
থাকো কি শুধুই বর্ণে?
তবে কি মিথ্যা সব! 
যা দেখি চোখে আর 
শুনি যা কর্ণে!

রুপের বেলায় 
থাকে যে মোহ
মনের বেলায় নয় -
মনের সাথে 
না মিলিলে মন
সেতো ভালোবাসা নয়! 

রুপে দিয়ে নয় 
গুণের জাঁদুতে 
হয় যে মনের মিল 
মন দিয়ে না 
বাসলে ভালো 
দরজায় মারো খিল ! 


- আখন্দ জাহিদ 

Comments

Post a Comment

Popular posts from this blog

পুরুষ নামক প্রাণি করি তোমায় ধর্ষণ

করোনা ভাইরাস

কবিতা - স্বপ্ন পক্ষী

লক্ষী আকা

তোর নয়নে রাখলে নয়ন হারিয়ে যাই দূর অজানায়