কবিতা - স্বপ্ন পক্ষী
স্বপ্ন পক্ষী
আখন্দ জাহিদ
মুখ যে মনের প্রতিচ্ছবি
যায় না তারে ঢাকা
মুখে বলিস ভালোবাসি
কিন্তু যায় না দেখা -
মনের আয়নায়
যদি থাকে আমারই ছবি আঁকা
ভালোবেসে আঙুল ছোঁয়ে
আমায় একটু দেখা -
সারা জীবন হাটতে চাই
তোর হাতে রেখে হাত
তুই যে স্বপ্ন পক্ষী
ভালোবাসি অগাধ।
wow
ReplyDelete💜💜💜
ReplyDeleteভালোবেসে আঙুল ছোঁয়ে
ReplyDeleteআমায় একটু দেখা