লক্ষী আকা
নতুন জীবনে পা দিচ্ছিস তুই আকা
সে জীবনে ঘটবে নানান ঘটনা বাকা
তুই হলি বাবা মায়ের লক্ষী মিষ্টি ছানা
তোর সকল গুণ যাবতীয় অশুভকে দিবে হানা
তুই আকা তুই বাকা এখন থেকে চলবি সোজাসোজি
তোর মতো লক্ষীকে এক নজর দেখতে যেন সবাই করে খোঁজাখুজি..
আমার দেখা অসম্ভব লক্ষী একটা মেয়ে অঙ্কিতা। আকা ওর ডাক নাম। কিন্তু আজ পর্যন্ত তাকে আমি কখনোই তার নাম ধরে ডাকিনি। এখনও পর্যন্ত আকাকে আমি বাকা/ব্যাকা বলেই ডাকি। এটা নিয়ে ওর খুব আক্ষেপ। সেজন্য আমাকে সে শুধুই বলে ' তুমি আর মানুষ হইবা না মামু'। আকার সাথে যখনই আমার কথা হয়, তা শুরুই হয় কথা-কাটাকাটি দিয়ে যাকে বলা চলে প্রায় মৃদু ঝগড়া এবং শেষ হয় ঠিক একই ভাবে । গত বছর বাবা - মায়ের আদুরে নয়নমণি আকা আপনভুবন সাজাতে জীবন সংসারের নিয়ম অনুযায়ী স্বামীর সংসারে পা রাখে। তার হলুদের দিন তার সাথে ছবি তোলার পর উপরের লেখাটি খুনসুটির ছলে আকাকে নিয়ে লিখেছি। সময় কত দ্রুত চলে যায়। দেখতে দেখতে মা-বাবার কলিজার টুকরার জীবনকে আরও রঙ্গীন আলোয় আলোকিত করতে লক্ষী মেয়ে আকার নয়নের মনি হয়ে আসছে নতুন মেহমান। কি অদ্ভুত এক মায়ায় সাজানো বিধির বিধান। কিছুদিন পূর্বেও যে ছিল মায়ের আচল তলে, অপার ভালোবাসার শক্তিতে মমতাভরা হৃদয় নিয়ে আজ সে বসবে মায়ের আসনে। পৃথিবীর সেরা আসন অলংকৃত করতে যাওয়া আকা তোর জন্য এই 'আর মানুষ না হওয়া' মামার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা।
ভালো থাকিস। তোর মায়ের মতো করে সবাইকে ভালোবাসার চাদরে আগলে রাখিস।।
-আখন্দ জাহিদ
আমি মুগধ হয়ে পড়লাম ♥ অনেক ধন্যবাদ ব্যাকার মামু আর বাবুর দাদুভাই ♥
ReplyDelete