Posts

তুমি যে তুমি

Image
  পাববো না কভু -মুছতে আমি  যে ছবি মনেতে আঁকা  তোমার আশায় হবে নাকো আর মিছেমিছি রাতজাগা  চাওয়া যা ছিল তোমার কাছে- বলেছি হাজারবার বুঝেও আমাকে বুঝোনি কভু করেছো মনেতে প্রহার  যাতনা সয়ে, তবুও ধীরে ধীরে -   বুঝাতে পারিনি তোমায়  আমার মনের যত আবদার।  তুমি যে তুমি, আছো যে সুখে  জানি সুখেই থাকবে চিরকাল।  চাপা যন্ত্রণা আর নিয়ে শূন্যতা  কাটবে আমার দিন-রাত্রি, কাল।  -আখন্দ জাহিদ  ৩০ নভেম্বর ২০২০(মোমবার) সময় - রাত ৯:৩০ মিনিট

এ পৃথিবীতে একটা অদ্ভুত ফর্মূলা রয়েছে

Image
 এ পৃথিবীতে একটা অদ্ভুত  বিপরীতমুখী ফর্মূলা রয়েছে।  যেমন, যেখানে আপনি মূল্য আশা করবেন সেখানেই মূল্যহীন হবেন। যেখানে কিছু পাবার আশা করবেন সেখানেই আশাহত হবেন। বিপরীতমুখী এই ফর্মূলায় '-'গুরুত্ব দিলেই গুরুত্ব কমে'।  -আখন্দ জাহিদ  ২৯ নভেম্বর ২০২০ (রবিবার)  সময়- রাত ১১:৪৫ মিনিট

আপনার ভালোবাসা কাউকে পরিবর্তন করতে ব্যর্থ!

Image
  যখন দেখবেন আপনার ভালোবাসা কাউকে পরিবর্তন করতে ব্যর্থ! তখন সেই মানুষটিকে পবিবর্তনের ব্যর্থ চেষ্টা না করে বরং নিজেকেই পরিবর্তন করে ফেলুন। তাহলে একটা সময় অন্তত নিজের ব্যর্থতার জন্য হলেও স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন।  - আখন্দ জাহিদ  ২৯ নভেম্বর ২০২০ (রবিবার)  সময়- রাত ১১:০৫ মিনিট

ভালোবাসা

Image
 ভালোবাসা!  ভালোবাসা ভালোবাসা - তুমি কি! কে তুমি ! কোথায় থাকো! বসতি কোথায়!   তুমি কি শুধুই যন্ত্রণা!  তবে লোকে যে বলে  তোমাতে স্বর্গসুখ মিলে একথা কি তবে সত্যনা?  তুমি কি শুধুই যন্ত্রণা!  ভালোবাসা ভালোবাসা - তুমি কি! কে তুমি ! কোথায় থাকো! বসতি কোথায়!  তুমি কি শুধুই যন্ত্রণা!  তবে লোকে যে বলে!  তুমি অন্তহীন সুখের ঠিকানা  একথা কি কিছুই সত্যনা?  এসব কি শুধুই অলীক কল্পনা?  সত্যিই তুমি কি শুধুই যন্ত্রণা!  ভালোবাসা ভালোবাসা - তুমি কি! কে তুমি ! কোথায় থাকো! বসতি কোথায়!  তুমি কি শুধুই যন্ত্রণা!  তবে লোকে যে বলে!  তোমাতে আধার যায় কেটে  এসব কি শুধুই গঞ্জনা!  আসলেই তুমি কোন মন্ত্র- না?  লোকে যা বলে মিথ্যা সব!  ভালোবাসা ভালোবাসা - সত্যিই তুমি না বলা  এক নিদারুণ যন্ত্রণা!  - আখন্দ জাহিদ  x

খুব সহজে মানুষকে আপন করে নেন খুশি আপা

Image
   'যাহার সুখের সংসার আছে,স্নেহের ছায়া আছে, সে প্রতি পদক্ষেপে সুখের ছবি আঁকিয়া আঁকিয়া চলে' - রবি ঠাকুরের এই কথাটির সাথে আমি পুরোপুরি  তার মিল খুজে পাই। অভিনয় দিয়ে দর্শকের অনুভুতির সাথে নিজেকে শতভাগ মেলে ধরতে পারা এই শিল্পীকে সেই ছোটবেলা থেকেই পর্দায় দেখেই কেমন যেন আপন মনে হতো।  অভিনয় দিয়ে মানুষের মনে যেমন নিজের জায়গা করে নিয়েছেন তেমন করে নিজ ব্যবহার দিয়ে খুব সহজে মানুষকে আপন করে নেয়ার অসামান্য গুণও বিদ্যামান রয়েছে তার মাঝে । এক পরিচয়ে যে কারোই মনে হবে যেন হাজার দিনের চেনা। সংসার, মা, এবং অভিনেত্রী সব ক্ষেত্রেই সফলতার পাশাপাশি অসাধারণ লিখনি শক্তি রয়েছে তার। খুব সহজে মানুষকে আপন করে নেয়া, তোমার সরলতা, অভিভাবকত্ব আচরণের কারণেই তোমার প্রতি এতো শ্রদ্ধা আর ভালোবাসার জন্ম নিয়েছে আপু।   নিজ দুত্যি ছড়াতে এই দিনে এসেছো বসুন্ধরায় করেছো মুগ্ধ সবাইকে নিজ গুণ আর সরলতায় হাসি মুখে অন্যের মাঝে বিলাও নিজের খুশি শুভ কামনা তোমার জন্য অনেক অনেক বেশি নামের মতই থেকো সদা হাসি আর খুশি শুভ জন্মদিন খুশি আপা। অনেক অনেক ভালোবাসা।  -আখন্দ জাহিদ 

অন্তঃসার শূন্য ভালোবাসার পাহাড়

Image
  অনেক সুক্ষ্ম সুক্ষ্ম অনুভূতির সংমিশ্রণে গড়ে উঠে ভালোবাসার পাহাড়। অনুভূতিগুলি যখন মাটি চাপা পরে তখন দৃশ্যমান থাকে শুধুই ভালোবাসা নামক পাহাড়টি। বাকি সবই হয়ে যায় তখন অন্তঃসার শূন্য। -আখন্দ জাহিদ    

ডানা মেলে উড়তে দিন

Image
 মন বুঝতে পারা মনের বড়ই অভাব। যখন বুঝতে পারবেন কারও মনে আপনার অবস্থান সংকটাপন্ন তখন সে মনকে স্বাধীন করে দিয়ে তার মনের আকাশে ডানা মেলে উড়তে দিন। যে মন, আপনার মন বুঝবে না সে মনে কখনোই জোড় খাটাতে যাবেন না। যার ফল হবে হিতে বিপরীত। যা আপনার কল্পনাতীত।  একটা সময় যখন স্বাধীনভাবে উড়তে উড়তে সেই মনটি ক্লান্ত হয়ে পড়বে তখন সে আপনার মনের আকাশে উড়ার জন্য ডানা মেলে আপনার নীড়েই ফিরে আসবে।   -আখন্দ জাহিদ

তোমায় নিয়ে ভাবলে পরে

Image
  ভাবনায় আমার তুমিই শুধু সকাল বিকাল রাত দুপুর তোমায় নিয়ে ভাবলে পরে  মনেতে বাজে প্রেমের নূপুর  ভাবনায় আমার তুমিই শুধু দিন-রাত্রি বারো মাস তোমায় নিয়ে ভাবলে পরে জ্যোৎস্না বিলায় মনের আকাশ আমার ভাবনায় হৃদয় জুড়ে  সেকেন্ড মিনিট ঘন্টা ঘুরে  তোমার স্মৃতি খেলা করে তোমায় নিয়ে ভাবলে পরে রাত ফুরিয়ে হয় সকাল  তুমিহীনা আর ক'দিন বলো  কাটবে আমার এভাবে কাল।  -আখন্দ জাহিদ

সিরাজ-উদ-দৌলা আসবেন যুগে যুগে

Image
প লাশী বাঙালি কারও কাছেই অচেনা কোন স্থান এর নাম নয়। পলাশীর কথা কানে আসা মাত্রই যেন সবার শরীর হিম হয়ে হৃদয়ের মাঝে শুরু হতে থাকে বোবা কান্নার খরস্রোত। যে খরস্রোতের প্রত্যেকটি ঢেউয়ের আঘাতে পাজর ভাঙা ক্ষত-বিক্ষত হৃদয়ে স্মরণ করিয়ে দেয় বিশ্বাসঘাতকতার সেই নির্মম ইতিহাস। ১৭৫৭ সালের ২৩ জুন  । এই  দিনটি আমাদের ভূ-খণ্ডের  ইতিহাসের জন্য ঘৃণিত অধ্যায়। এই দিনটিতে চিরদিনের মতো বিশ্বাসঘাতকতার কাছে পরাজিত হয় বাংলার সর্বশেষ স্বাধীন নায়ক নবাব সিরাজ-উদ-দৌলা এবং তাঁর পরাজয়ের সাথেই  অস্তমিত হয় বাংলার স্বাধীনতার স্বাধীন সূর্য। নবাব সিরাজ-উদ-দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব। নবাব সিরাজ-উদ-দৌলা সাম্রাজ্যবাদের আগ্রাসন থেকে একটি স্বাধীন ভূ-খণ্ডের একজন মুক্তিকামি মানুষের সংগ্রামের নাম। যিনি বাংলাকে সাম্রাজ্যবাদের আগ্রাসন হতে রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করেও বিশ্বাসঘাতকতার কাছে পরাজিত হন। পলাশীর যুদ্ধে তাঁর পরাজয় এবং মৃত্যুর পরই ভারতবর্ষে  প্রায় ২০০ বছরের ইংরেজ শাসনের সুচনা হয়। ২৬৩ বছর পূর্বে বাংলার এই বীর সন্তান  নবাব সিরাজ-উদ-দৌলার শাসনের সমাপ্তি হলেও প্রতিটি বাঙালির হৃদয়ে এখনও জায়গায় দখল ক...