তোমায় নিয়ে ভাবলে পরে

 


ভাবনায় আমার তুমিই শুধু
সকাল বিকাল রাত দুপুর
তোমায় নিয়ে ভাবলে পরে 
মনেতে বাজে প্রেমের নূপুর 

ভাবনায় আমার তুমিই শুধু
দিন-রাত্রি বারো মাস
তোমায় নিয়ে ভাবলে পরে
জ্যোৎস্না বিলায় মনের আকাশ

আমার ভাবনায় হৃদয় জুড়ে 
সেকেন্ড মিনিট ঘন্টা ঘুরে 
তোমার স্মৃতি খেলা করে
তোমায় নিয়ে ভাবলে পরে
রাত ফুরিয়ে হয় সকাল 
তুমিহীনা আর ক'দিন বলো 
কাটবে আমার এভাবে কাল। 


-আখন্দ জাহিদ


Comments

Post a Comment

Popular posts from this blog

পুরুষ নামক প্রাণি করি তোমায় ধর্ষণ

ভালোবাসা তুমি কোথায়

করোনা ভাইরাস

কবিতা - স্বপ্ন পক্ষী

লক্ষী আকা

তোর নয়নে রাখলে নয়ন হারিয়ে যাই দূর অজানায়