তোমায় নিয়ে ভাবলে পরে
ভাবনায় আমার তুমিই শুধু
সকাল বিকাল রাত দুপুর
তোমায় নিয়ে ভাবলে পরে
মনেতে বাজে প্রেমের নূপুর
ভাবনায় আমার তুমিই শুধু
দিন-রাত্রি বারো মাস
তোমায় নিয়ে ভাবলে পরে
জ্যোৎস্না বিলায় মনের আকাশ
আমার ভাবনায় হৃদয় জুড়ে
সেকেন্ড মিনিট ঘন্টা ঘুরে
তোমার স্মৃতি খেলা করে
তোমায় নিয়ে ভাবলে পরে
রাত ফুরিয়ে হয় সকাল
তুমিহীনা আর ক'দিন বলো
কাটবে আমার এভাবে কাল।
-আখন্দ জাহিদ
onk deep feelings nia likha kobita ta, nice
ReplyDelete❤️❤️❤️
ReplyDelete