ভালোবাসা

 ভালোবাসা! 



ভালোবাসা ভালোবাসা -

তুমি কি! কে তুমি !

কোথায় থাকো! বসতি কোথায়!  

তুমি কি শুধুই যন্ত্রণা! 

তবে লোকে যে বলে 

তোমাতে স্বর্গসুখ মিলে

একথা কি তবে সত্যনা? 

তুমি কি শুধুই যন্ত্রণা! 



ভালোবাসা ভালোবাসা -

তুমি কি! কে তুমি !

কোথায় থাকো! বসতি কোথায়! 

তুমি কি শুধুই যন্ত্রণা! 

তবে লোকে যে বলে! 

তুমি অন্তহীন সুখের ঠিকানা 

একথা কি কিছুই সত্যনা? 

এসব কি শুধুই অলীক কল্পনা? 

সত্যিই তুমি কি শুধুই যন্ত্রণা! 



ভালোবাসা ভালোবাসা -

তুমি কি! কে তুমি !

কোথায় থাকো! বসতি কোথায়! 

তুমি কি শুধুই যন্ত্রণা! 

তবে লোকে যে বলে! 

তোমাতে আধার যায় কেটে 

এসব কি শুধুই গঞ্জনা! 

আসলেই তুমি কোন মন্ত্র- না? 

লোকে যা বলে মিথ্যা সব! 

ভালোবাসা ভালোবাসা -

সত্যিই তুমি না বলা 

এক নিদারুণ যন্ত্রণা! 


- আখন্দ জাহিদ 
















x

Comments

Popular posts from this blog

পুরুষ নামক প্রাণি করি তোমায় ধর্ষণ

ভালোবাসা তুমি কোথায়

করোনা ভাইরাস

কবিতা - স্বপ্ন পক্ষী

লক্ষী আকা

তোর নয়নে রাখলে নয়ন হারিয়ে যাই দূর অজানায়