খুব সহজে মানুষকে আপন করে নেন খুশি আপা
'যাহার সুখের সংসার আছে,স্নেহের ছায়া আছে, সে প্রতি পদক্ষেপে সুখের ছবি আঁকিয়া আঁকিয়া চলে' - রবি ঠাকুরের এই কথাটির সাথে আমি পুরোপুরি তার মিল খুজে পাই। অভিনয় দিয়ে দর্শকের অনুভুতির সাথে নিজেকে শতভাগ মেলে ধরতে পারা এই শিল্পীকে সেই ছোটবেলা থেকেই পর্দায় দেখেই কেমন যেন আপন মনে হতো।
অভিনয় দিয়ে মানুষের মনে যেমন নিজের জায়গা করে নিয়েছেন তেমন করে নিজ ব্যবহার দিয়ে খুব সহজে মানুষকে আপন করে নেয়ার অসামান্য গুণও বিদ্যামান রয়েছে তার মাঝে । এক পরিচয়ে যে কারোই মনে হবে যেন হাজার দিনের চেনা। সংসার, মা, এবং অভিনেত্রী সব ক্ষেত্রেই সফলতার পাশাপাশি অসাধারণ লিখনি শক্তি রয়েছে তার। খুব সহজে মানুষকে আপন করে নেয়া, তোমার সরলতা, অভিভাবকত্ব আচরণের কারণেই তোমার প্রতি এতো শ্রদ্ধা আর ভালোবাসার জন্ম নিয়েছে আপু।
নিজ দুত্যি ছড়াতে এই দিনে এসেছো বসুন্ধরায়
করেছো মুগ্ধ সবাইকে নিজ গুণ আর সরলতায়
হাসি মুখে অন্যের মাঝে বিলাও নিজের খুশি
শুভ কামনা তোমার জন্য অনেক অনেক বেশি
নামের মতই থেকো সদা হাসি আর খুশি
শুভ জন্মদিন খুশি আপা। অনেক অনেক ভালোবাসা।
-আখন্দ জাহিদ
Comments
Post a Comment