ডানা মেলে উড়তে দিন
মন বুঝতে পারা মনের বড়ই অভাব। যখন বুঝতে পারবেন কারও মনে আপনার অবস্থান সংকটাপন্ন তখন সে মনকে স্বাধীন করে দিয়ে তার মনের আকাশে ডানা মেলে উড়তে দিন। যে মন, আপনার মন বুঝবে না সে মনে কখনোই জোড় খাটাতে যাবেন না। যার ফল হবে হিতে বিপরীত। যা আপনার কল্পনাতীত। একটা সময় যখন স্বাধীনভাবে উড়তে উড়তে সেই মনটি ক্লান্ত হয়ে পড়বে তখন সে আপনার মনের আকাশে উড়ার জন্য ডানা মেলে আপনার নীড়েই ফিরে আসবে।
-আখন্দ জাহিদ
Sotti
ReplyDeleteঅসাধারণ এবং সত্য
ReplyDelete