সিরাজ-উদ-দৌলা আসবেন যুগে যুগে
পলাশী বাঙালি কারও কাছেই অচেনা কোন স্থান এর নাম নয়। পলাশীর কথা কানে আসা মাত্রই যেন সবার শরীর হিম হয়ে হৃদয়ের মাঝে শুরু হতে থাকে বোবা কান্নার খরস্রোত। যে খরস্রোতের প্রত্যেকটি ঢেউয়ের আঘাতে পাজর ভাঙা ক্ষত-বিক্ষত হৃদয়ে স্মরণ করিয়ে দেয় বিশ্বাসঘাতকতার সেই নির্মম ইতিহাস।
১৭৫৭ সালের ২৩ জুন । এই দিনটি আমাদের ভূ-খণ্ডের ইতিহাসের জন্য ঘৃণিত অধ্যায়। এই দিনটিতে চিরদিনের মতো বিশ্বাসঘাতকতার কাছে পরাজিত হয় বাংলার সর্বশেষ স্বাধীন নায়ক নবাব সিরাজ-উদ-দৌলা এবং তাঁর পরাজয়ের সাথেই অস্তমিত হয় বাংলার স্বাধীনতার স্বাধীন সূর্য।
নবাব সিরাজ-উদ-দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব। নবাব সিরাজ-উদ-দৌলা সাম্রাজ্যবাদের আগ্রাসন থেকে একটি স্বাধীন ভূ-খণ্ডের একজন মুক্তিকামি মানুষের সংগ্রামের নাম। যিনি বাংলাকে সাম্রাজ্যবাদের আগ্রাসন হতে রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করেও বিশ্বাসঘাতকতার কাছে পরাজিত হন। পলাশীর যুদ্ধে তাঁর পরাজয় এবং মৃত্যুর পরই ভারতবর্ষে প্রায় ২০০ বছরের ইংরেজ শাসনের সুচনা হয়।
২৬৩ বছর পূর্বে বাংলার এই বীর সন্তান নবাব সিরাজ-উদ-দৌলার শাসনের সমাপ্তি হলেও প্রতিটি বাঙালির হৃদয়ে এখনও জায়গায় দখল করে রয়েছেন তিনি। প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত ইতিহাসের শ্রেষ্ট সন্তান এর স্থান থাকবে সবার মনের মনিকোঠায়।
বাংলার সর্বশেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা বেঁচে রবেন ইতিহাসের পাতায়। নবাব সিরাজ-উদ-দৌলাকে মানুষ খুঁজে পাবেন পাঠ্যবই, তাঁর জীবনী নিয়ে প্রকাশিত বই এবং নির্মিত নাটক ও চলচ্চিত্রের মাঝে।
আমাদের এই উপমহাদেশে নবাব সিরাজ-উদ-দৌলাকে নিয়ে অনেক যাত্রা,নাটক,চলচ্চিত্র তৈরি হয়েছে। সর্বশেষ নবাব সিরাজ-উদ-দৌলাকে নিয়ে আমাদের নাট্যদল চারুনীড়ম থিয়েটার মঞ্চে এনেছে নাটক শেষ নবাব। শেষ নবাব নাটকটি রচনা করেছেন প্রথিতযশা নাট্যকার সাঈদ আহমদ এবং নাটকটির নির্দেশনা দিয়েছেন আমার অভিনয়ের শিক্ষাগুরু জনাব গাজী রাকায়েত।
শেষ নবাব নাটকটিতে নবাব সিরাজ-উদ-দৌলা চরিত্রে অভিনয় করার সুযোগ হয়েছে আমার। আমাদের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম বীর শহীদ নবাব সিরাজ-উদ-দৌলা। তাঁর এই ঐতিহাসিক চরিত্রে অভিনয় করা সত্যিই সৌভাগ্যর বিষয় ।
প্রথমেই আমি মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। তারপর কৃতজ্ঞতা জানাই আমার গুরু গাজী রাকায়েত স্যারকে যিনি আমাকে নবাব সিরাজ-উদ-দৌলা চরিত্রে অভিনয়ের সুযোগ করে দিয়েছেন। শেষ নবাব নাটকটি মঞ্চায়নের মধ্য দিয়ে নবাব সিরাজ-উদ-দৌলা ও পলাশীর ইতিহাসকে সকল শ্রেণির মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই।
বিশ্বাস ঘাতকতার নির্মম শিকার পলাশীর বীর চার যুদ্ধের সফল নায়ক নবাব সিরাজ-উদ-দৌলা বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন হাজার হাজার বছর । যুগে যুগে তিনি নিজ চরিত্রে হাজির হবেন অন্য কারও মধ্য দিয়ে...
-আখন্দ জাহিদ
Lots of love
ReplyDeleteU r really great
ReplyDelete