তুমি যে তুমি
চাওয়া যা ছিল তোমার কাছে-
বলেছি হাজারবার
বুঝেও আমাকে বুঝোনি কভু
করেছো মনেতে প্রহার
যাতনা সয়ে, তবুও ধীরে ধীরে -
বুঝাতে পারিনি তোমায়
আমার মনের যত আবদার।
তুমি যে তুমি, আছো যে সুখে
জানি সুখেই থাকবে চিরকাল।
চাপা যন্ত্রণা আর নিয়ে শূন্যতা
কাটবে আমার দিন-রাত্রি, কাল।
-আখন্দ জাহিদ
৩০ নভেম্বর ২০২০(মোমবার)
সময় - রাত ৯:৩০ মিনিট
Comments
Post a Comment