তুমি যে তুমি

 

পাববো না কভু -মুছতে আমি 
যে ছবি মনেতে আঁকা 
তোমার আশায় হবে নাকো
আর মিছেমিছি রাতজাগা 

চাওয়া যা ছিল তোমার কাছে-
বলেছি হাজারবার
বুঝেও আমাকে বুঝোনি কভু
করেছো মনেতে প্রহার 
যাতনা সয়ে, তবুও ধীরে ধীরে - 
 বুঝাতে পারিনি তোমায় 
আমার মনের যত আবদার। 

তুমি যে তুমি, আছো যে সুখে 
জানি সুখেই থাকবে চিরকাল। 
চাপা যন্ত্রণা আর নিয়ে শূন্যতা 
কাটবে আমার দিন-রাত্রি, কাল। 

-আখন্দ জাহিদ 







৩০ নভেম্বর ২০২০(মোমবার)
সময় - রাত ৯:৩০ মিনিট






Comments

Popular posts from this blog

পুরুষ নামক প্রাণি করি তোমায় ধর্ষণ

ভালোবাসা তুমি কোথায়

করোনা ভাইরাস

কবিতা - স্বপ্ন পক্ষী

লক্ষী আকা

তোর নয়নে রাখলে নয়ন হারিয়ে যাই দূর অজানায়