মায়াবীনি-সুহাসিনী
তোমার মাথার এলো চুল
নাকের ঐ ছোট্ট ফুল
গোলাপ রাঙা ঠোঁটের হাসি
তোমায় আমি ভালোবাসি।
কাজল রাঙা কালো চোখ
রঙহীন হাতের নখ
চিরল দাতের মিষ্টি হাসি
তোমায় আমি ভালোবাসি।
মায়াভরা চোখের তোমার ঝলক
তা দেখে পড়েনা আমার চোখের পলক
ভ্রু কুচকানো চোখের জাদু
করেছে তোমার প্রেমের কাবু।
আনমনে থাকা তোমার ভাবুক মুখ
দেখতে তোমায় লাগে খুব -
মায়াবতী, মায়াবীনি তুমি সুহাসিনী
তোমায় আমি খুব ভালোবাসি।
- আখন্দ জাহিদ
k se?
ReplyDelete