তাসিন সোনা চাঁদের কণা


তাসিন সোনা'র জন্মদিন


তাসিন সোনা চাঁদের কণা 
দুষ্টুমিতে সবার সেরা 
খাওয়ার বেলায় ফাঁকি দেওয়া 
পড়া রেখে ঘুমিয়ে যাওয়া 
সবকিছুরই আজকে ক্ষমা 
পাবে না দিন দিন 
ধরায় আগমনের দিবসে 
 জানাই তোমায়
শুভ জন্মদিন 

মানুষ তোমায় হতে হবে 
মানুষের মতো করে 
জীবন যে অনেক কঠিন-
সৎভাবে চললে পথে
আঁধার কেটে আলো এসে
করবে জীবন রঙ্গীন  
ধরায় আগমনের দিবসে 
জানাই তোমায়
শুভ জন্মদিন


বড় তোমায় হতে হবে 
মা-বাবার স্বপ্ন মতে
চলবে না তা ভুলে গেলে
পূরণ যে তোমায় করতে 
বাবা-মায়ের ঋণ
ধরায় আগমনের দিবসে 
জানাই তোমায়
শুভ জন্মদিন


(অনেক বড় হ বাবা। তোর জন্য অনেক অনেক ভালোবাসা। জন্মদিনের শুভেচ্ছা জানাই তোকে। শুভ জন্মদিন মামা)







-আখন্দ জাহিদ 


Comments

Post a Comment

Popular posts from this blog

পুরুষ নামক প্রাণি করি তোমায় ধর্ষণ

ভালোবাসা তুমি কোথায়

করোনা ভাইরাস

কবিতা - স্বপ্ন পক্ষী

লক্ষী আকা

তোর নয়নে রাখলে নয়ন হারিয়ে যাই দূর অজানায়