তাসিন সোনা চাঁদের কণা
তাসিন সোনা'র জন্মদিন
দুষ্টুমিতে সবার সেরা
খাওয়ার বেলায় ফাঁকি দেওয়া
পড়া রেখে ঘুমিয়ে যাওয়া
সবকিছুরই আজকে ক্ষমা
পাবে না দিন দিন
ধরায় আগমনের দিবসে
জানাই তোমায়
শুভ জন্মদিন
মানুষ তোমায় হতে হবে
মানুষের মতো করে
জীবন যে অনেক কঠিন-
সৎভাবে চললে পথে
আঁধার কেটে আলো এসে
করবে জীবন রঙ্গীন
ধরায় আগমনের দিবসে
জানাই তোমায়
শুভ জন্মদিন
বড় তোমায় হতে হবে
মা-বাবার স্বপ্ন মতে
চলবে না তা ভুলে গেলে
পূরণ যে তোমায় করতে
বাবা-মায়ের ঋণ
ধরায় আগমনের দিবসে
জানাই তোমায়
শুভ জন্মদিন
-আখন্দ জাহিদ
শুভ জন্মদিন
ReplyDelete