এক নিঃশ্বাসের ব্যবধানে মানুষ লাশে পরিণত হয়

 মাত্র একটি নিঃশ্বাসের ব্যবধানে মানুষের সুন্দর নামটি যে লাশে পরিণত হয়ে যায় বিষয়টা জানা থাকলেও উপলব্ধি করতে পারি নাই। ২৫ মে ২০১৯ রাত ৯:৩০ মিনিটে সহোদর বড় ভাই কাউসার হাসান আখন্দ আকস্মিকভাবে সেটা বুঝিয়ে দিয়ে না ফেরার দেশে চলে গেছেন। 

আমি যখন স্কুলে তখন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তেন। এফডিসি, চলচ্চিত্র, শিল্পকলা, থিয়েটার, মিডিয়া, ঢাকা শহর - ছোটবেলা এই সব গল্প শুনেছি তার কাছ থেকে। তারকাদের কাছ থেকে আমার জন্য অটোগ্রাফ সংগ্রহ করে রাখতেন তিনি। ছোটবেলা তার বাড়ি আসা নিয়ে আমি প্রতিক্ষার প্রহর গুনতাম। প্রতিবারই বাড়ি আসার সময় আজিজ সুপার মার্কেট থেকে আমার জন্য তার পক্ষ থেকে বরাদ্দ থাকতো নতুন নতুন টি-শার্ট। বয়সে বড় হলেও তিনি ছিলেন আমার বন্ধুতুল্য বড় ভাই। মিডিয়াতে আসার অনুপ্রেরণা আমি তার কাছ থেকেই পেয়েছি। 

বিধাতার ছক বাধা নিয়মের এ অল্প সময়ে চলে যাওয়াটা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। পরপারে ভালো থাকবেন ভাই। হয়তো আবারো দেখা হতে পারে চিরস্থায়ী ময়দানে।

  

-আখন্দ জাহিদ

Comments

Post a Comment

Popular posts from this blog

পুরুষ নামক প্রাণি করি তোমায় ধর্ষণ

ভালোবাসা তুমি কোথায়

করোনা ভাইরাস

কবিতা - স্বপ্ন পক্ষী

লক্ষী আকা

তোর নয়নে রাখলে নয়ন হারিয়ে যাই দূর অজানায়