আমি অপেক্ষায় থাকি

 আমি অপেক্ষায় থাকি

কখন ভাঙবে তোমার ঘুম 

কেটে যাবে ক্লান্তি,কেটে যাবে ঘোর

দিনের প্রথম প্রহরের সিগ্ধতায়

একরাশ ভালোবাসা নিয়ে.. 

বলবো তোমায় আমি, শুভ সকাল,

কেমন আছো, কি করছো তুমি....

অনুভবে সারাক্ষণ বিরাজমান তুমি

ভালোবাসি অনেক তোমায় আমি 



তুমি হীনা তোমার অভাব অনুভবে

হৃদয়, হিয়া মত্ত থাকে সর্বক্ষণে

আমার কল্পনার পুরো রাজ্য জুড়ে

তোমার প্রেমের শীতল দোলা 

লাগে আমার মনের বাতায়নে 

আছো মিশে প্রাণে জুড়ে মনের শতভাগ

ভালোবাসি অনেক তোমায় 

যা কখনো হবে নাকো ভাগ...


-আখন্দ জাহিদ 


Comments

Post a Comment

Popular posts from this blog

পুরুষ নামক প্রাণি করি তোমায় ধর্ষণ

ভালোবাসা তুমি কোথায়

করোনা ভাইরাস

কবিতা - স্বপ্ন পক্ষী

লক্ষী আকা

তোর নয়নে রাখলে নয়ন হারিয়ে যাই দূর অজানায়