যখন তুই অভিমানে

 


সুখ পাখি 

তোর মন খারাপে 
মেঘ জমে যায় আমার
মনের আকাশে
দিতে পারি না মন 
আমি কোন কাজেতে 

নিদ্রা আসে না দু চোখ পানে
আহারেও পাইনা কোন স্বাদ
তোর মনিল মুখখানা 
সারাক্ষণ অন্তরে দেয় হানা
ভাবি মনে মনে 
পারিনি বুঝি দিতে তোকে
আমার অন্তহীন ভালোবাসা


যখন তুই অভিমানে 
গাল করে রাখিস ভারি 
মন চায় তখন 
ভালোবাসার চাদর মুড়িয়ে
তোকে বক্ষে বেধে রাখি... 
কিন্তু যখন.... 
একরার দেখি তোর 
প্রাণ খোলা হাসিমুখ 
রঙিন হয়ে উঠে পৃথিবী আমার 
পাই খুজে স্বর্গের সুখ

যখন দেখি 
ঠোটের কোনায় তোর
এক চিলতে হাসি 
শিশির ভেজা ফুলের সৌন্দর্যে 
আর.. 
রাঙা প্রভাতের সূর্য কিরণে
মনের ক্যানভাসে তোরই
ছবি আকি.... 
কারণ..
তুই যে আমার 
কিচির-মিচির মধুর ডাকের
ঘুম ভাঙানিয়া সুখ পাখি। 

- আখন্দ জাহিদ 






Comments

Post a Comment

Popular posts from this blog

পুরুষ নামক প্রাণি করি তোমায় ধর্ষণ

ভালোবাসা তুমি কোথায়

করোনা ভাইরাস

কবিতা - স্বপ্ন পক্ষী

লক্ষী আকা

তোর নয়নে রাখলে নয়ন হারিয়ে যাই দূর অজানায়